বাসস
  ১৯ ডিসেম্বর ২০২৫, ১৯:৩৪

শহীদ ওসমান হাদির মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে

শহীদ শরিফ ওসমান হাদি। ফাইল ছবি

ঢাকা, ১৯ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ আজ সন্ধ্যায় কড়া নিরাপত্তা ও ব্যাপক শোকের আবহে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-৫৮৫-এ করে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী শরিফ ওসমান হাদির মরদেহ সন্ধ্যা ৫টা ৪৯ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে বিমান কর্তৃপক্ষ জানিয়েছে।

এর আগে ফ্লাইটটি সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় বিকেল ৪টা ৩ মিনিটে (ঢাকা সময় দুপুর ২টা ৩ মিনিটে) ঢাকার উদ্দেশে যাত্রা করে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস শহীদ নেতার মরদেহ সম্মানজনক ও সুষ্ঠুভাবে বিমান থেকে নামানোর জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে বলে বাসসকে জানান বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বুশরা ইসলাম।

এ সময় নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী, আর্মড ফোর্সেস ব্যাটালিয়ন (এএফবি) ও পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে।

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শরিফ ওসমান হাদির মৃত্যুতে রাজনৈতিক অঙ্গন, ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক শোকের সৃষ্টি হয়েছে।

ইনকিলাব মঞ্চ এক ফেসবুক পোস্টে জানায়, ভারতীয় আধিপত্যবিরোধী সংগ্রামে মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।

আগামীকাল শনিবার বেলা আড়াইটায় সংসদ ভবনের সামনে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

শরিফ ওসমান হাদির মর্মান্তিক মৃত্যুর পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শনিবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন।

গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে নির্বাচনী প্রচারণা চালানোর সময় দুর্বৃত্তদের গুলিতে মাথায় গুরুতর আঘাত পান হাদি।

প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।