শিরোনাম

রাজশাহী, ১৭ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে নির্বাচনপূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচনোত্তর সময়ে আচরণবিধি প্রতিপালন এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহী বিভাগের নির্বাচন সংশ্লিষ্ট জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে নির্বাচনী সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার রাজশাহী সার্কিট হাউজের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ।
সভায় রাজশাহী রেঞ্জ ডিআইজি, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার, বিজিবি, র্যাব, আনসার ও ভিডিপি, নির্বাচন কমিশনের কর্মকর্তাসহ যৌথবাহিনীর প্রতিনিধিরা অংশ নেন। পাশাপাশি বিভাগের আট জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা নির্বাচন কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা শেষে প্রেস ব্রিফিংয়ে বিভাগীয় কমিশনার বলেন, সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনই প্রশাসনের প্রধান লক্ষ্য। প্রার্থী ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং নির্বাচন প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।
লিখিত বক্তব্যে জানানো হয়, ইতোমধ্যে আচরণবিধি প্রতিপালনে অবৈধ পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণসহ দখলকৃত ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে অবৈধ অস্ত্র উদ্ধার, দাগী আসামি গ্রেফতার এবং সীমান্ত এলাকায় চোরাচালান ও নিষিদ্ধ সংগঠনের তৎপরতা রোধে নিয়মিত টাস্কফোর্স ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
নির্বাচনী অপরাধ দমনে প্রতিটি উপজেলায় একাধিক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোটকেন্দ্রের নিরাপত্তা জোরদার, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ নিশ্চিত করা এবং নারী-পুরুষ নির্বিশেষে সকল ভোটারের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে ব্যাপক প্রচারণা চালানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। পর্যায়ক্রমে প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশনাও দেওয়া হয়েছে।
সভায় আরো জানানো হয়, জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তারা নিজ-নিজ জেলায় উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে সমন্বয় সভা করবেন এবং অগ্রগতি বিভাগে জানাবেন। পাশাপাশি গণভোট ও পোস্টাল ভোট বিষয়ে তৃণমূল পর্যায়ে জনসচেতনতা কার্যক্রম জোরদার করা হবে।
বক্তারা বলেন, এবারের নির্বাচন একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ায় বিশেষ গুরুত্ব বহন করছে। এ প্রেক্ষাপটে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মিলিত উদ্যোগে রাজশাহী বিভাগে একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব হবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।