শিরোনাম

কক্সবাজার, ১৭ ডিসেম্বর ২০২৫ (বাসস): জেলার রামু উপজেলায় আজ বেদখল হয়ে যাওয়া ৬০ একর সংরক্ষিত বনভূমি উদ্ধার করেছে বন বিভাগ।
এ সময় বন ধ্বংস করে পাহাড় কেটে গড়ে তোলা পানের বরজ, সুপারি বাগান ও নানা ধরনের সবজি খেত সহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়।
আজ বুধবার রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় কক্সবাজার দক্ষিণ বন বিভাগ এ অভিযান চালায়।
এ অভিযানের নেতৃত্ব দেন কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আবদুল্লাহ আল মামুন।
বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় একটি সংঘবদ্ধ চক্র রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নে প্রায় দুই'শ একর সংরক্ষিত বনভূমি দখল করে প্লট তৈরি করে। এসব বনভূমিতে গাছ ও পাহাড় কেটে পানের বরজ, সুপারিবাগান এবং বসতবাড়ি নির্মাণ করা হয়। পাশাপাশি এ চক্রটি দীর্ঘদিন ধরে সংরক্ষিত বনের ভেতর মেশিন বসিয়ে বালু উত্তোলন করে আসছিল। বিষয়টি নজরে আসার পর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নির্দেশে এ অভিযান চালানো হয়।
প্রসঙ্গত, কক্সবাজার জেলারএ এলাকাটি বাংলাদেশের স্থলভাগের বৃহত্তর স্থন্যপায়ী প্রাণী এশিয়ান হাতির আবাসস্থল ও বিচরণ ক্ষেত্র।
অভিযানে নেতৃত্ব দেওয়া কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) আব্দুল্লাহ আল মামুন জানান, রামু উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় বন বিভাগের দীর্ঘ পাঁচঘন্টা ব্যাপী অভিযানে খুনিয়াপালং ইউনিয়নে ৬০ একর সংরক্ষিত বনভূমি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বনভূমিতে পুনরায় স্থান উপযোগী বনায়নের মাধ্যমে হাতির বিচরণ ও নিরাপদ প্রজনন ক্ষেত্রের সার্বিক সংরক্ষণে ব্যবস্থা গ্রহণ করা হবে।