শিরোনাম

বরগুনা, ১৬ ডিসেম্বর ২০২৫ (বাসস): জেলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে।
আজ সূর্যোদয়ের সাথে সাথে বীর শহীদদের গণকবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বরগুনা জেলা প্রশাসন, পুলিশ সুপার, বীর মুক্তিযোদ্বা, জেলা বিএনপি ও বরগুনা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন।
সকাল সাড়ে ৬ টায় প্রথমে গণকবরে, পরে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন, বরগুনা জেলা প্রশাসক তাছলিমা আক্তার ও পুলিশ সুপার কুদরত-ই-খুদা।
এ সময় এক মিনিট নিরবতা পালন করে বীর শহীদদের রুহের মাগফরাত কামনা করা হয়।
এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও রাজনৈতিক প্রতিনিধিরা পর্যায়ক্রমে পুস্তবক অর্পণ করেন।
শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের পুষ্পমাল্য অর্পণ শেষে বরগুনা স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে সকাল সোয়া ১০ টায় জেলা শিল্পকলা একাডেমিতে তিন দিনব্যাপী আড়ম্বরপূর্ণ বিজয় মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক। পরে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সম্মানে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়েছে।