শিরোনাম

ভোলা, ১৬ ডিসেম্বর ২০২৫ (বাসস): জেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে আজ সকাল ৮টা ৪৫ মিনিটে ভোলার গজনবী স্টেডিয়ামে দিবসটির আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়।
কর্মসূচির শুরুতে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে গজনবী স্টেডিয়ামে সমাবেশ, কুচকাওয়াজ ও মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠিত হয়।
এসময় পুলিশ, আনসার ভিডিপিসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের কুচকাওয়াজে সালাম ও অভিবাদন গ্রহণ করেন- জেলা প্রশাসক ডা. শামীম রহমান ও পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন।
এ সময় মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকলকে দেশ গঠনে আত্মনিয়োগ করার আহ্বান জানান বক্তারা।