শিরোনাম

রাজশাহী, ১৬ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : রাজশাহীতে এক সভায় বিশেষজ্ঞরা বলেছেন, দ্বিপাক্ষিক সমন্বয় ও বাস্তবসম্মত সিদ্ধান্তই খরা-প্রবণ বরেন্দ্র অঞ্চলে পানি ব্যবস্থাপনা ও কৃষি উৎপাদনের টেকসই সমাধানের গুরুত্বপূর্ণ উপায় হতে পারে।
তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব পানি-সংকটাপন্ন এলাকার মানুষের জীবনযাপন ও জীবিকাকে মারাত্মক হুমকির মুখে ফেলেছে। তাই পরিস্থিতি মোকাবিলায় সমন্বিত প্রচেষ্টার বিকল্প নেই।
গতকাল সোমবার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) কার্যালয়ের সম্মেলন কক্ষে পানি সম্পদ পরিকল্পনা সংস্থা (ওয়ারপো) ও বিএমডিএ কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত এক সভায় এসব কথা বলা হয়।
পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খোন্দকার আজিম আহমেদ, ওয়ারপো মহাপরিচালক মোহাম্মদ লুৎফর রহমান সভায় রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন। এতে বিএমডিএ নির্বাহী পরিচালক তরিকুল আলম সভাপতিত্ব করেন।
বিএমডিএ অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. আবুল কাসেম এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইকবাল হোসেন, নাজিরুল ইসলাম ও আব্দুল লতিফও বক্তব্য দেন।
ওয়ারপো মহাপরিচালক মোহাম্মদ লুৎফর রহমান বলেন, ওয়ারপো’র লক্ষ্য ও উদ্দেশ্য হলো সমন্বিত পরিকল্পনা ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করা। বরেন্দ্র অঞ্চলের পানি সংকট মোকাবিলায় বিভাগগুলোর মধ্যে আরো ভালো সমন্বয় প্রয়োজন।
সভায় জানানো হয়, সম্প্রতি প্রকাশিত এক গেজেটে রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ২৫টি উপজেলার ৪ হাজার ৯১১টি গ্রামকে পানি-সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে।
জাতীয় পানি সম্পদ কাউন্সিলের (এনডব্লিউআরসি) ১৮তম সভার সিদ্ধান্ত অনুযায়ী, এই অঞ্চলকে ১০ বছরের জন্য পানি-সংকটাপন্ন ঘোষণা করা হয়েছে। পানীয় জল ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে ভূগর্ভস্থ পানি উত্তোলনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
গেজেট অনুযায়ী, নিষিদ্ধ এলাকায় সেচ ও অন্যান্য শিল্পকারখানার কাজে আর উত্তোলিত পানি ব্যবহার করা যাবে না।
বিএমডিএ নির্বাহী পরিচালক তরিকুল আলম তার বক্তব্যে বলেন, বিএমডিএর বহুমুখী অবদান কৃষি উৎপাদন, পানি সম্পদ ব্যবস্থাপনা এবং সামগ্রিক সামাজিক-অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অগ্রগতি এনেছে।
রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলার ১৩৫টি উপজেলায় কৃষি উন্নয়ন ও পানি সম্পদ ব্যবস্থাপনাকে কেন্দ্র করে বিভিন্ন উদ্যোগের মাধ্যমে বিএমডিএ উল্লেখযোগ্য সামাজিক-অর্থনৈতিক উন্নয়ন সাধন করেছে।
বিএমডিএর কার্যক্রম অঞ্চলটিকে আরো উৎপাদনশীল কৃষি এলাকায় রূপান্তর করতে এবং মানুষের জীবনমান উন্নত করতে সহায়তা করেছে।
২০২৪-২৫ অর্থবছরে রাষ্ট্রায়ত্ত সংস্থাটি ১২২ কিলোমিটার খাল ও ৫৬টি পুকুর পুনঃখনন করেছে, পাশাপাশি ২২টি ক্রস-ড্যাম নির্মাণ, দু’টি রিভার পন্টুন স্থাপন এবং সৌরবিদ্যুতচালিত ৫৬টি সেচযন্ত্র স্থাপন করেছে।
বিএমডিএ নির্বাহী পরিচালক তরিকুল আলম বলেন, আমরা ৪৫০টি গভীর নলকূপ, ১ হাজার ৩০৫ কিলোমিটার ভূগর্ভস্থ পাইপলাইন এবং ছয়টি ফুটওভার ব্রিজ স্থাপন করেছি, পাশাপাশি ৫০০ টন বীজ উৎপাদন করেছি এবং ৫৫০ জন কৃষককে প্রশিক্ষণ দিয়েছি।
১৯৮৭ সালে প্রতিষ্ঠার পর থেকে সংস্থাটি ২ হাজার ৬৪৯ কিলোমিটার খাল ও ৪ হাজার ৩১৩টি পুকুর পুনঃখনন, ৮০০টি ক্রস-ড্যাম এবং ১৫ হাজার ৩৪৮টি ভূগর্ভস্থ পাইপলাইন নির্মাণ, ৪ হাজার ৭৯০টি গভীর নলকূপ পুনারায় বসানো হয়েছে, ৮ হাজার ৫০০ টন বীজ উৎপাদন এবং ১ লাখ ৫৮ হাজার ৩০২ জন কৃষককে প্রশিক্ষণ দিয়েছে।
বর্তমানে বিএমডিএ ১৫ হাজার ৫৬০টি ডিটিডব্লিউ এবং ৯৯১টি লো-লিফট পাম্প পরিচালনার মাধ্যমে ৬ লাখ ২৮ হাজার ৫৬৭ হেক্টর জমিতে সেচ দিচ্ছে, যার মাধ্যমে বছরে প্রায় ৭০ দশমিক ৬০ লাখ মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদন হচ্ছে।
বিএমডিএ বিশেষ করে গভীর নলকূপ স্থাপন এবং পুকুর-খাল পুনঃখননের মাধ্যমে সেচ অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শুষ্ক মৌসুমে সেচের জন্য পানি সরবরাহ করে এটি কৃষি উৎপাদন বৃদ্ধি করতে সক্ষম হয়েছে।