শিরোনাম

নেত্রকোণা, ১৬ ডিসেম্বর ২০২৫ (বাসস): মহান বিজয় দিবস উপলক্ষে জেলা শহরের মোক্তারপাড়ায় অবস্থিত পৌর আর্ট গ্যালারিতে আজ দিনব্যাপী স্থিরচিত্র প্রদর্শন করা হয়েছে।
সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন 'উদ্যম শিক্ষণ ও সামাজিক উন্নয়ন কেন্দ্র' এর আয়োজনে ও ডাক্তার লুৎফা হক' এর পৃষ্ঠপোষকতায় এ স্থিরচিত্র প্রদর্শন করা হয়।
প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা বিএনপি সভাপতি ও বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।
প্রদর্শনীতে মোট ৩৬টি স্থিরচিত্র প্রদর্শন করা হয়। মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগ, নারী-পুরুষ নির্বিশেষে যুদ্ধে সকল শ্রেণি পেশার অংশগ্রহণ ও ভূমিকা, মুক্তিযুদ্ধচলাকালে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ, পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম অত্যাচার, গণহত্যা, নিহত শিশুর পড়ে থাকা মৃতদেহসহ মহান মুক্তিযুদ্ধের নানান বাস্তব স্থিরচিত্র এবং সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের ত্যাগ প্রদর্শনীতে প্রাধান্য পায়।
প্রদর্শনীর প্রধান পৃষ্ঠপোষক ডাক্তার লুৎফা হক বাসসকে জানান, "নতুন প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানা ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণা করার নিমিত্তে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। মুক্তিযুদ্ধে সকল শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণ ও ত্যাগের বিনিময়ে আজকের এই স্বাধীন বাংলাদেশ।
তিনি বলেন, স্বৈরাচার হাসিনা সরকারের শাসনামলে বিগত সতেরো বছর মুক্তিযুদ্ধের ইতিহাসকে একটি দল কুক্ষিগত করে রেখেছিল, আজকের যে কিশোর বা কিশোরী আঠারো বছরে পদার্পণ করেছে তারা এসব কুক্ষিগত ইতিহাস দেখেছে,শুনেছে, পড়েছে।
আরো বলেন, আমাদের এ আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের সকল শ্রেণি পেশার মানুষের অবদানকে তুলে ধরার পাশাপাশি '২৪ এর গণঅভ্যুত্থানকেও এখানে স্মরণ করা হয়েছে । নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের নিরপেক্ষ ও সঠিক ইতিহাস জানাতে আমাদের এ ছোট্ট প্রয়াস অভ্যাহত থাকবে।"
প্রদর্শনীর কিউরেটর ও তরুণ আলোকচিত্রী খান মাহবুব আলম আবিদ বাসসকে জানান, দিনব্যাপী এ আয়োজনে নানান শ্রেণি পেশার মানুষ এখানে ঘুরতে এসে মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন স্থিরচিত্র দেখছেন। নতুন প্রজন্মমের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনাকে ধারণ করার জন্যে এমন আয়োজন আরো বেশি প্রয়োজন। "
তরুণ ছাত্রনেতা জুবায়ের হোসেন জিসান জানান, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও ২৪ এর গণঅভ্যুত্থান পরবর্তী এ সময়ে আমাদের নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানানোর জন্যে এমন আয়োজন প্রশংসার দাবি রাখে।"
প্রদর্শনী দেখতে আসা তাসমিয়া তহুরা জানান,"একাত্তর ও চব্বিশ-দুটি সময়, স্থির চিত্রে বন্দি হলেও তাদের বার্তা অম্লান। একাত্তর মুক্তির শিক্ষা দেয়, আর জুলাই চব্বিশ জাগিয়ে তোলে পরিবর্তনের প্রত্যয়-দুর্নীতিমুক্ত, ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন। এই বিজয়ের অনুভব আমাদের গভীর আনন্দে ভরিয়ে দেয়। স্থির চিত্র প্রদর্শনী দেখে আমি, আমার ছোট বোন, সন্তানসহ আগামী প্রজন্ম ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পেয়েছি।"