বাসস
  ১৬ ডিসেম্বর ২০২৫, ১৮:০৯

মুন্সীগঞ্জে মহান বিজয় দিবস উদযাপন 

আজ মুন্সীগঞ্জে মহান বিজয় দিবস উদযাপন । ছবি : বাসস

 মুন্সীগঞ্জ, ১৬ ডিসেম্বর ২০২৫ (বাসস): জেলায় আজ নানা কর্মসূচী পালনের মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

আজ মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে ২১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচী শুরু হয়্ । প্রথমে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশরাফীর নেতৃত্বে জেলা প্রশাসন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুস্পস্তবক অর্পণ করেন।

এরপর পুলিশ সুপার মো. মেনহাজুল আলমের নেতৃত্বে জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, সরকারি হরগংগা কলেজ এবং মুন্সীগঞ্জ পৌরসভা সহ বিভিন্ন সরকারি বিভাগ, বিাভন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পণ করে।

মুন্সীগঞ্জ ষ্টেডিয়ামে সকাল ৯ টায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা  কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শণ করে। 
জেলা শিল্পকলা একাডেমিতে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।