বাসস
  ১৬ ডিসেম্বর ২০২৫, ১৮:০৫

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত

গোপালগঞ্জ, ১৬ ডিসেম্বর ২০২৫ (বাসস): জেলার কাশিয়ানী উপজেলায় সড়ক দুর্ঘটনায় রহমত বিশ্বাস (৫৫) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন।

গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রহমত উপজেলার রাতইল ইউনিয়নের পরানপুর গ্রামের বাসিন্দা।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি মো. মাসুদ খান জানান, ভ্যান চালক রহমত বিশ্বাস উপজেলার রামদিয়া বাজার থেকে যাত্রী নিয়ে গোপালপুর মহাসড়কে উঠছিলেন। এ সময় দ্রুতগামী একটি পিকআপ চাপা দিলে ঘটনাস্থলে ভ্যান চালক রহমত মারা যান। পরে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।