বাসস
  ১৬ ডিসেম্বর ২০২৫, ১৭:৩০

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় একব্যক্তি নিহত 

হবিগঞ্জ, ১৬ ডিসেম্বর ২০২৫ (বাসস): জেলার বানিয়াচং উপজেলায় আজ সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের আরোহী শরীফ মিয়া (৩০) নিহত হয়েছেন। 

আজ মঙ্গলবার দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে বানিয়াচং উপজেলায় হবিগঞ্জ- বানিয়াচং সড়কের আতুকুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শরীফ মিয়া হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের ছোট বহুলা গ্রামের বাসিন্দা ছিলেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে হবিগঞ্জ- বানিয়াচং সড়কের আতুকুড়া এলাকায় সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এঘটনায় মোটরসাইকেলের আরোহী শরীফ মিয়া ছাড়াও সৌরভ মিয়া ও ফরহাদ মিয়া নামের আরও দু’জন আহত হন। গুরুতর অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শরীফ মিয়াকে মৃত ঘোষণা করেন। অপর দুই আহত সৌরভ মিয়া ও ফরহাদ মিয়াকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমদ জানান, নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।