শিরোনাম

খাগড়াছড়ি, ১৬ ডিসেম্বর ২০২৫ (বাসস): জেলায় আজ মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে তিনদিন ব্যাপী বিজয় মেলা শুরু হয়েছে।
আজ মঙ্গলবার সকালে পৌর টাউনহল প্রাঙ্গনে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে বিজয় মেলা উদ্বোধন করেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত।
উদ্বোধনী অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ির স্থানীয় উদ্যোক্তাদের নিয়ে আয়োজিত তিনদিন ব্যাপী এ মেলায় রয়েছে ২৭ টি স্টল। এসব স্টলে উদ্যোক্তারা নিজেদের তৈরি ঐতিহ্যবাহী বাহারি স্বাদের পিঠাপুলি, আচার, পোশাক ও নানা ধরনের পণ্যের পসরা সাজিয়ে বসেছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বলেন, উদ্যোক্তা হিসেবে নারীদের অংশগ্রহণ অর্থনীতিতে যেমন গতি আনছে, তেমনি দারিদ্র বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং নারী ক্ষমতায়নেরও দৃষ্টান্ত হয়ে উঠছে। মূলত নারী উদ্যোক্তাদের পরিচিতি বৃদ্ধি, পণ্যের প্রচার এবং নতুন উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে জেলা প্রশাসন এ উৎসবের আয়োজন করেছে বলে তিনি উল্লেখ করেন।