শিরোনাম

ফেনী, ১৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ফেনীতে নানা আয়োজনে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করা হয়েছে।
আজ রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় জেলা প্রশাসক মনিরা হক বলেছেন, এ দেশের বুদ্ধিজীবীদের হত্যা করে পাক বাহিনী চেয়েছিলো এ জাতিকে মেধাশূন্য করতে। পাক বাহিনী এ দিনে জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করেছে। অনেক ত্যাগের বিনিময়ে আমাদের অর্জিত এ স্বাধীনতা। এ জাতি বীরের জাতি, তারা ঘুরে দাঁড়িয়েছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনজুর আহসানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. রুবাইয়াৎ বিন করিম, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সুলতানা নাসরিন কান্তা, ইসলামী আন্দোলন জেলা সাধারণ সম্পাদক মাওলানা একরামুল হক, এনসিপি জেলা সদস্য সচিব শাহ ওয়ালি উল্লাহ মানিক, মুক্তিযোদ্ধা সংসদ জেলার সাবেক কমান্ডার আব্দুল মোতালেব, বীর মুক্তিযোদ্ধা ডা. আলাউদ্দিন মজুমদার, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলা সভাপতি জুলফিকার আলী ভ’ট্টো, ছাত্র প্রতিনিধি প্রিন্স মাহমুদ আজিম।
দিবসের শুরুতে ফেনী সরকারি কলেজ বধ্যভূমিতে ফুলেল শ্রদ্ধা জানায়, জেলা প্রশাসন, জেলা পুলিশ, সিভিল সার্জন, ২৫০ শয্যা ফেনী জেনারেল হাসপাতাল, জেলা পরিষদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, মুক্তিযোদ্ধা সংসদ ফেনী ইউনিট, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ফেনী, পৌরসভা, ফেনী সরকারি কলেজ, উপজেলা প্রশাসন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, ফেনী পল্লী বিদ্যুৎ সমিতি, জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ফেনী জেলা জাতীয় নাগরিক পার্টিসহ বিভিন্ন সংস্থা ও সংগঠন।