বাসস
  ১৩ ডিসেম্বর ২০২৫, ১৩:২৫

বাগেরহাটে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ছবি: বাসস

বাগেরহাট, ১৩ ডিসেম্বর, ২০২৫( বাসস): মোংলা - খুলনা মহাসড়কের রামপাল উপজেলার ফয়লা ব্রিজের ওপর যাত্রীবাহী বাসের ধাক্কায় এক  মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

আজ  শনিবার সকাল সাড়ে ৮টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম সালমান (২৮)। তিনি রামপাল পাওয়ার প্লান্টে কর্মরত একজন শ্রমিক ছিলেন। তার বাড়ি খুলনা জেলার ফুলতলা উপজেলায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ফয়লা ব্রিজের ওপর দিয়ে মোটরসাইকেলযোগে যাওয়ার সময় একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

এতে সালমান সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। নিহতের মরদেহ উদ্ধার করে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। দুর্ঘটনায় দায়ী যানবাহন শনাক্তের চেষ্টা চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।