শিরোনাম

টাঙ্গাইল, ১২ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল সদর-৫ আসনের বিএনপি মনোনীত এমপি পদ প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের মানুষ গণতন্ত্রের সু-বাতাস পাওয়া শুরু করেছে।
গতকাল নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। আমরা এই নির্বাচনের তফসিলকে স্বাগত জানাই। বাংলাদেশের মানুষ আশ্বস্ত হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি মানুষ একটি নিরপেক্ষ নির্বাচন আশা করে। কারণ ১৪ সালে ১৮ সালে ও সর্বশেষ ২৪ সালে এ দেশের জনগণ ভোট দিতে পারেনি। দিনের ভোট রাতে শেষ হয়ে গেছে।
আজ শুক্রবার দুপুরে টাঙ্গাইলের সন্তোষের দরবারে হলে মাওলানা ভাসানীর ১৪৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
তিনি বলেছেন, ৩ কোটি ৮০ লাখের অধিক তরুণ ভোটার হওয়া সত্ত্বেও ভোট দিতে পারে নাই। এখন তারা ভোট দিয়ে হবে জনবান্ধব সরকার গঠন করতে চায়। এ দেশটি আমাদের, সবাই মিলে এ দেশকে গড়ে তুলতে হবে বলে জানান তিনি।
টুকু আরো বলেন, মাওলানা ভাসানী মজলুমের জন্য আন্দোলন সংগ্রাম করেছেন। সব সময়ই নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছেন। অন্যায়ের বিরুদ্ধে কখনো আপোষ করেননি। পাকিস্তানিদের বিরুদ্ধে এবং স্বাধীনতা যুদ্ধে মূল বীজ কিন্তু মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। কাগমারি সম্মেলন থেকে ঘোষণা করেছিলেন এবং বীজ বুনেছিল। পরবর্তীতে যে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
মাওলানা ভাসানী ফাউন্ডেশন এর আয়োজনে মাওলানা ভাসানী ফাউন্ডেশনের উপদেষ্টা প্রফেসর এ কে এম মহিউদ্দিন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী,টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক আজিম উদ্দিন বিপ্লব প্রমুখ।
এর আগে টুকু ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে দোয়া ও মোনাজাত করেন।