বাসস
  ০৪ ডিসেম্বর ২০২৫, ১২:৩৭

টাঙ্গাইলে গর্ভবতী ও দুগ্ধদানকারী নারীদের রেড ক্রিসেন্টের অর্থ সহায়তা

বৃহস্পতিবার টাঙ্গাইল সদর উপজেলার চারাবাড়িতে মানবিক সহায়তার অংশ হিসেবে গর্ভবতী ও দুগ্ধদানকারী নারীদের আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। ছবি : বাসস

টাঙ্গাইল, ৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : টাঙ্গাইলে মানবিক সহায়তার অংশ হিসেবে গর্ভবতী ও দুগ্ধদানকারী নারীদের আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।

আজ সকালে টাঙ্গাইল সদর উপজেলার চারাবাড়িতে এ আর্থিক অনুদান বিতরণ করে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি।

অনুষ্ঠানে ৭১ জন গর্ভবতী ও দুগ্ধদানকারী নারীকে জন প্রতি ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সব আর্থিক সহায়তা প্রদান করেন জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক জিয়াউল হক শাহিন।

এ সময় উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্টের ইউনিট লেভেল কর্মকর্তা ইজ্জত আলী মাজু, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকতা ড.শরিফুল ইসলামসহ স্থানীয় স্বেচ্ছাসেবীরা।