বাসস
  ১১ ডিসেম্বর ২০২৫, ২২:৪৮

জাতীয় নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের আনন্দ মিছিল

তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে ঢাবি ক্যাম্পাসে তাৎক্ষণিক আনন্দ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাবি শাখা। ছবি: বাসস

ঢাকা, ১১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জনগণের দীর্ঘদিনের প্রতীক্ষিত অবাধ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে তাৎক্ষণিক আনন্দ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

আজ সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় এই আনন্দ মিছিল বের করে ছাত্রদল।

ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের নেতৃত্বে মিছিলটি টিএসসি এলাকা থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের স্লোগানে পুরো এলাকা মুখর হয়ে ওঠে।

মিছিল পরবর্তী সমাবেশে নেতৃবৃন্দ বলেন, দেশের জনগণ একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য দীর্ঘকাল অপেক্ষা করেছে। আজকের তফসিল ঘোষণার মধ্য দিয়ে গণতন্ত্রকামী মানুষের সেই প্রত্যাশা পূরণের পথ সুগম হলো। ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে এই গণতান্ত্রিক অগ্রযাত্রায় সবসময় পাশে থাকবে।

মিছিলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিভিন্ন হল ও অনুষদের বিপুলসংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।