বাসস
  ১১ ডিসেম্বর ২০২৫, ১৬:৫৬

দিনাজপুরে পাট চাষীদের নিয়ে সমাবেশ 

দিনাজপুরে আজ পাট চাষীদের নিয়ে সমাবেশ। ছবি : বাসস 

দিনাজপুর, ১১ ডিসেম্বর, ২০২৫ (বাসস): জেলায় পাট চাষীদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন ও পাট অধিদপ্তর যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের অধীনে  দিনব্যাপী পাটচাষী সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম এর সভাপতিত্বে আধুনিক পাট চাষ প্রদ্ধতি ব্যবহারে অধিক পাটের ফলন উৎপাদনে দিকনির্দেশনা বিষয় কর্মশালায় গুরুত্ব সহকারে প্রজেক্টরের মাধ্যমে পাট চাষ প্রদর্শন করা হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ ও বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন  অতিরিক্ত সচিব প্রকল্প পরিচালক, উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন  এবং সম্প্রসারণ প্রকল্প, পাট অধিদপ্তর-ঢাকা দীপক কুমার সরকার।

তিনি কর্মশালায় ভার্চুয়ালি অংশ গ্রহণে, আধুনিক পাট চাষে কৃষকদের করণীয় বিষয় নিয়ে দিক-নির্দেশনা মূলক বক্তব্যে রাখেন। তিনি তার বক্তব্যে বলেন,আধুনিক এই যুগে কৃষি বিভাগে অধিক ফসল ফলনে যেসব বিষয় অগ্রগতি হয়েছে পাট চাষে তা পিছিয়ে নেই।এখন পাট গবেষণা অধিদপ্তরের নতুন গবেষকেরা অধিক উৎপাদন ও ফলনশীল পাটের বীজ উদ্ভাবন করতে সক্ষম হয়েছে।পাট গবেষণা বিভাগের উন্নত জাতের অধিক ফলনশীল পাট বীজ জেলার সব গুলো উপজেলাতে কৃষকদের মাঝে বিনামূল্য পাটবীজ ও উপকরণ বিতরণে পাট চাষে কৃষকদের সহায়তা করার ঘোষণা দেন।

সেই সঙ্গে  তিনি পাট চাষের মৌসুম ও পাঠের জমি তৈরি করে সঠিক নিয়মে পাট চাষ করার জন্য কর্মশলায় অংশ গ্রহণকারী পাটচাষীদের প্রতি তিনি আহ্বান জানান।

কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মো. রিয়াজ উদ্দিন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আফজাল হোসেন, বিএডিসির যুগ্ন পরিচালক (পাটবীজ) মো. সুলতানুল আলম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. শাহ আলম, দিনাজপুর পাট অধিদপ্তরের অবসরপ্রাপ্ত সহকারী পরিচালক মো. সোলায়মান আলী।

কর্মশালাটি পরিচালনা করেন দিনাজপুর পাট অধিদপ্তরের জেলা পাট উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার মালাকার।

পাট ও পাটবীজ চাষীদের মধ্যে বক্তব্য রাখেন, নবাবগঞ্জ উপজেলার মো. জামাল হোসেন, খানসামা উপজেলার মোহাম্মদ মিজানুর রহমান, চিরিরবন্দর উপজেলার মো. রবিউল ইসলাম সহ প্রমুখ।

আধুনিক পাট চাষী সমাবেশে জেলা সদর ও বিভিন্ন উপজেলার শতাধিক পাট চাষী অংশ নিয়েছেন।