বাসস
  ১০ ডিসেম্বর ২০২৫, ১৯:৫৯

ঢাবিতে জাতীয় নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন ও শ্রম অভিবাসন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ঢাকা, ১০ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের উদ্যোগে ‘অ্যা স্টাডি অন দ্য ফরেন পলিসি অব বাংলাদেশ টু অ্যাড্রেস দ্য চ্যালেঞ্জেস অব গ্লোবালাইজেশন ইন দ্য ডোমেইনস অব ন্যাশনাল সিকিউরিটি, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড লেবার মাইগ্রেশন’ শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এ সেমিনারের উদ্বোধন করেন। 

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সৈয়দ ইমতিয়াজ আহমেদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারটি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পের সহযোগিতায় আয়োজন করা হয়। 

অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, বিশ্ববাজারে বাংলাদেশি শ্রমিকের ব্যাপক চাহিদা রয়েছে। তাই প্রবাসে সম্মানজনক ও উপযুক্ত কাজের সুযোগ পেতে দক্ষ জনশক্তি গড়ে তোলার কোনো বিকল্প নেই।

তিনি আরো বলেন, দক্ষ শ্রমিক গড়ে তোলার ক্ষেত্রে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে পারে। এছাড়া, প্রবাসী শ্রমিকরা যাতে বৈধ পথে দেশে রেমিট্যান্স পাঠাতে আগ্রহী হয়, সেজন্য বৈদেশিক নীতিতে প্রয়োজনীয় পরিবর্তন আনার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

হিট প্রজেক্টের এএসপিএম অধ্যাপক ড. নিলয় রঞ্জন বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হিট প্রজেক্টের এসপিএম অধ্যাপক ড. এ এস এম আলী আশরাফ।

এছাড়া প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাইফুল হক চৌধুরী, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আশরাফ হুসাইন, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ন্যাশনাল প্রজেক্ট ম্যানেজার রাহনুমা সালাম খান, ব্র্যাক-এর সহযোগী পরিচালক শরিফুল ইসলাম হাসান এবং বিএনএসকে’র নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সুমাইয়া ইসলাম আলোচনায় অংশ নেন।