বাসস
  ১০ ডিসেম্বর ২০২৫, ১৯:৪৩

‘রঙ-তুলিতে বাংলাদেশ’ বজলুর রহমান পাঠাগারের ৪র্থ বর্ষপূর্তি

ছবি: বজলুর রহমান পাঠাগার

ব্রাহ্মণবাড়িয়া, ১০ ডিসেম্বর, ২০২৫ (বাসস): ব্রাহ্মণবাড়িয়ার মৈন্দ গ্রামের এফ আর আদর্শ বিদ্যাকানন প্রাঙ্গণে আজ বুধবার বিকেলে বজলুর রহমান পাঠাগারের চতুর্থ বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। 

বর্ষপূর্তির এই অনুষ্ঠানটি গান, আবৃত্তি, চিত্রকর্ম প্রদর্শনী ও আলোচনা সভার মাধ্যমে পালন করা হয়।

বর্ষপূর্তি ও মহান বিজয়ের মাস উপলক্ষে আয়োজিত প্রদর্শনীর থিম ছিল ‘রঙ-তুলিতে বাংলাদেশ’। এতে পাঠাগারের শিক্ষার্থীদের তৈরি করা ৫০টি চিত্রকর্ম প্রদর্শিত হয়। চিত্রশিল্পী ও প্রদর্শনীর কিউরেটর শাহনাজ জাহান জানান, গত নভেম্বরে পাঠাগারের শিক্ষার্থীদের নিয়ে একটি আর্ট ক্যাম্প আয়োজন করা হয়। সেখানে শিক্ষার্থীদের আঁকা ছবির মধ্য থেকে ৫০টি বাছাই করে প্রদর্শনীর জন্য রাখা হয়েছে। 

তিনি বলেন, ‘শিক্ষার্থীরা চিত্রের মাধ্যমে বাংলাদেশের প্রকৃতি, জনজীবন ও সম্প্রীতির বার্তা তুলে ধরেছে।’

প্রদর্শনীর উদ্বোধন করেন শিক্ষানুরাগী ও সমাজচিন্তক বজলুর রহমান। তিনি বলেন, ‘আমাদের গ্রাম এক সময় শান্ত ও স্নিগ্ধ ছিল, কিন্তু বর্তমানে অপরিকল্পিত উন্নয়নের কারণে গ্রাম হারিয়ে যাচ্ছে। মানুষের মানবিক গুণাবলি ছাড়া শুধুমাত্র ইট-পাথরের উন্নয়ন টেকসই হবে না। এজন্য গ্রামের শিশুদের সৃজনশীল চিন্তাধারায় বড় হওয়ার সুযোগ দিতে হবে। বজলুর রহমান পাঠাগার সেই লক্ষ্যেই কাজ করছে।’

সভাপতির বক্তব্যে নারীনেত্রী ফজিলাতুন্নাহার উল্লেখ করেন, ‘গ্রামের ছেলেমেয়েরা যেন শুদ্ধচিন্তায় বেড়ে ওঠে, সে লক্ষ্যেই এই পাঠাগার কাজ করছে। এখানে শিশুদের বই পড়া ছাড়াও কবিতা আবৃত্তি, ছবি আঁকা এবং গান শেখানো হয়।’

আলোচনা সভায় অংশগ্রহণ করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কিন্ডারগার্ডেন সমন্বয় পরিষদের সভাপতি শামীম সরকার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মজলিশপুর ইউনিয়নের সভাপতি আয়েত আলী মেম্বার এবং সাংবাদিক জাকির হোসেন জিকু। অনুষ্ঠানটি পরিচালনা করেন পাঠাগারের সমন্বয়ক তানহা।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা দলীয় আবৃত্তি পরিবেশন করে এবং একক কণ্ঠে গান পরিবেশন করেন জয়া রানী শীল। এফ আর আদর্শ বিদ্যাকাননের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বজলুর রহমান পাঠাগার ২০২১ সালের ১০ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার মৈন্দ গ্রামে যাত্রা শুরু করে। চার বছর অতিক্রম করার এই উপলক্ষে পাঠাগার শিশুদের সৃজনশীলতা ও শিক্ষামূলক কর্মকাণ্ডকে উৎসাহিত করতে বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন করেছে।