শিরোনাম

রংপুর, ৯ ডিসেম্বর, ২০২৫ (বাসস): রংপুরের পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্রের সঙ্গে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট সভাকক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর পক্ষে উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী এবং বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্রের পক্ষে বাংলা একাডেমির মহাপরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আজম চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তির মাধ্যমে বেগম রোকেয়ার জীবনাদর্শ, সাহিত্য, সমাজ সংস্কারমূলক কাজ ও মুক্তচিন্তার উপর সমন্বিত গবেষণার নতুন দ্বার উন্মোচিত হবে। পাশাপাশি প্রকাশনা, যৌথ সেমিনার-সিম্পোজিয়াম আয়োজন, আর্কাইভ ও তথ্যভান্ডার ব্যবহার এবং গবেষণামূলক প্রকাশনা তৈরিতে উভয় প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা আরও জোরদার হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হোসেন উদ্দিন শেখর, বেরোবি বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. শফিকুর রহমান, রোকেয়া দিবস ২০২৫ উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর ড. মো. তাজুল ইসলাম, রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ, বাংলা একাডেমির সচিব ড. মো. সেলিম রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।