বাসস
  ০৯ ডিসেম্বর ২০২৫, ১৭:০৫
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ১৭:২২

ঢাকা বিশ্ববিদ্যালয়ে রোকেয়া দিবস পালিত

ছবি : বাসস

ঢাকা, ৯ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যথাযোগ্য মর্যাদায় বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে আজ সকালে রোকেয়া হল প্রাঙ্গণে অবস্থিত বেগম রোকেয়ার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, ‘পিছিয়ে পড়া নারীদের ভাগ্যোন্নয়নে বেগম রোকেয়া আজীবন সংগ্রাম করে গেছেন। তার আদর্শ ধারণ করে একটি বৈষম্যহীন ও সমতাভিত্তিক সমাজ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসতে হবে।’

এ সময় রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. হোসনে আরা বেগমসহ, হলের আবাসিক শিক্ষক এবং হল সংসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।