বাসস
  ০৭ ডিসেম্বর ২০২৫, ২০:৪২

ঢাবি’র আবাসিক হলের কারিগরি নিরীক্ষণ, মূল্যায়ন ও মনিটরিং বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত 

ছবি : বাসস

ঢাকা, ৭ ডিসেম্বর, ২০২৫ (বাসস): ভূমিকম্প পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল ও ভবনের কারিগরি নিরীক্ষণ, মূল্যায়ন ও মনিটরিং বিষয়ক সেন্ট্রাল কো-অর্ডিনেশন কমিটির এক সভা আজ রোববার উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সেন্ট্রাল কো-অর্ডিনেশন কমিটির সভাপতি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, সলিমুল্লাহ মুসলিম হলের প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল মামুন, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. ফারুক শাহ, ভূমিকম্প পরবর্তী বিভিন্ন আবাসিক হল ও ভবনের কারিগরি নিরীক্ষণ ও মূল্যায়নের জন্য গঠিত সাব-কমিটির সদস্য বুয়েট পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. ইশতিয়াক আহমেদ, বুয়েট পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. রাকিব আহসান, বুয়েট পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. নজরুল ইসলাম, বুয়েট পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. সৈয়দ ইশতিয়াক আহমেদ, ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্ব মিত্র চাকমাসহ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী এবং প্রকৌশল দপ্তরের প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন।

সভায় বিভিন্ন আবাসিক হলের কারিগরি নিরীক্ষণ ও মূল্যায়নের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করা হয়। 

সভায় জানানো হয়, বুয়েটের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত সাব-কমিটি ইতোমধ্যে আবাসিক হলসমূহ পরিদর্শন, কারিগরি নিরীক্ষণ ও মূল্যায়নের কাজ শেষ করেছে।

শিগগিরই কারিগরি মূল্যায়ন প্রতিবেদন সকলের জন্য উন্মুক্ত করা হবে। এসংক্রান্ত বিস্তারিত প্রতিবেদন প্রকৌশল দপ্তর ও সংশ্লিষ্ট হলে সংরক্ষিত থাকবে।

বিভিন্ন হলের সংস্কার কাজের অগ্রগতি সম্পর্কে জানানো হয়, হাজী মুহম্মদ মুহসীন হল, সূর্যসেন হল এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের সংস্কার কাজ এগিয়ে চলেছে।

হাজী মুহম্মদ মুহসীন হলের মোট ১৭৫টি কক্ষের মধ্যে ১০৪টি কক্ষের মেরামত কাজ সম্পন্ন হয়েছে। এছাড়া, ৩য় তলার কক্ষ, বারান্দার সিলিং, ড্রপ ওয়াল, পেরাপেট ওয়াল, বাথরুম, মসজিদ, ডাইনিং এর ছাদের উপর ফেরোসিমেন্টের কাজ এবং রিডিং রুমের সিলিং এর কাজসহ নিচতলার বারান্দার সিলিং এর কাজ চলমান রয়েছে। হলের মেরামতকৃত অংশে রং দেয়ার কাজ ২ থেকে ৩ দিনের মধ্যে শুরু হবে বলে আশা করা হচ্ছে।

সূর্যসেন হলের মোট ১৪১টি কক্ষের মধ্যে ৬ষ্ঠ তলা, ৫ম তলা, ৪র্থ তলা ও ৩য় তলায় মোট ৯০টি কক্ষ এবং ৬ষ্ঠ, ৫ম, ৪র্থ ও ৩য় তলার বারান্দা,করিডোর, নিচ তলার ক্যান্টিন ও বাথরুমের মেরামত কাজ সম্পন্ন হয়েছে। এছাড়া, নিচ তলার মসজিদ ও করিডোরের সিলিংসহ অন্যান্য তলার কাজ চলমান রয়েছে। হলের মেরামতকৃত অংশে রং দেয়ার কাজ ২ থেকে ৩ দিনের মধ্যে শুরু হবে বলে আশা করা হচ্ছে।

মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ১২১টি কক্ষের মধ্যে দক্ষিণ ব্লকের ৫ম তলায় ১৩টি কক্ষ মেরামতসহ ৭টি রুমের রংকরণ সম্পন্ন হয়েছে। ৪র্থ তলায় ৭টি কক্ষসহ মোট ২০টি কক্ষ এবং ৫ম, ৪র্থ ও ৩য় তলার বারান্দা, দক্ষিণ ব্লকের নিচ তলার পশ্চিম পার্শ্বের বাথরুম, রিডিং রুম ও উত্তর ব্লকের ছাদের উপর ফেরোসিমেন্টের ঢালাই এর কাজ সম্পন্ন হয়েছে। 

এছাড়া, হলের অন্যান্য তলার ভিতর ও বাইরের কাজ চলমান রয়েছে। হলের মেরামতকৃত অংশে রং দেয়ার কাজ ২ থেকে ৩ দিনের মধ্যে শুরু হবে বলে আশা করা হচ্ছে।