বাসস
  ০৭ ডিসেম্বর ২০২৫, ১৭:৩৮

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে অনুসন্ধান করছে দুদক

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। ফাইল ছবি

ঢাকা, ৭ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ তাঁর রাষ্ট্রপতি থাকা অবস্থায় ব্যক্তিগত সুখ বিলাসের জন্য রাষ্ট্রীয় সম্পদের ক্ষতির অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বিকেলে দুদক প্রধান কার্যালয়ে এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন। গত ১৮ নভেম্বর এ অনুসন্ধানের সিদ্ধান্ত হয়।

দুদক জানায়, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ ও অন্যান্যের বিরুদ্ধে রাষ্ট্রপতি থাকাকালে ব্যক্তিগত সুখ বিলাসের জন্য ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নিকুঞ্জ-১ আবাসিক এলাকায় সাজসজ্জা এবং সৌন্দর্য বর্ধন প্রকল্প বাবদ রাষ্ট্রের ২৪ কোটি টাকা ক্ষতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক।

এ বিষয়টি অনুসন্ধানের জন্য একটি সমন্বিত অনুসন্ধান টিম গঠন এবং পরিচালক (বিশেষ অনুসন্ধান ও তদন্তু-২)-কে তদারককারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে কমিশন।