শিরোনাম

যশোর, ৫ ডিসেম্বর, ২০২৫ (বাসস): যশোরের শার্শা উপজেলার ঘিবা সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় গাঁজা উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
তবে অভিযানের সময় বিজিবি সদস্যদের ধাওয়ার মুখে গাঁজার বস্তা ফেলে চোরাকারবারিরা পালিয়ে যায়।
যশোর বিজিবি’র (৪৯ ব্যাটালিয়ন) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ভারত সীমান্তবর্তী ঘিবা বর্ডার আউটপোস্টের (বিওপি) একটি টহল দল ৭ নম্বর ঘিবা পূর্বপাড়া বরই বাগান সংলগ্ন মাঠের মধ্যে অবস্থান নেয়।
এ সময় কয়েকজন মাথায় বস্তা নিয়ে ভারত থেকে বাংলাদেশের মধ্যে ঢুকছিলেন। তারা বরই বাগানের কাছাকাছি পৌঁছালে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করেন। এ সময় চোরাকারবারিরা বস্তাগুলো ফেলে দ্রুত পালিয়ে যান। পরে টহল দল বস্তাগুলো খুলে ভেতরে ভারতীয় গাঁজা দেখতে পান।
উদ্ধার হওয়া গাঁজার মূল্য এক লাখ তেতাল্লিশ হাজার পাঁচশ টাকা বলে জানান এ কর্মকর্তা। এ ব্যাপারে মামলা করে উদ্ধার হওয়া গাঁজা বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী।