বাসস
  ০৪ ডিসেম্বর ২০২৫, ১৬:৪১

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৩ শিক্ষক বরখাস্ত, ৫ শিক্ষার্থীকে শাস্তি

রাজশাহী, ৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তিনজন শিক্ষককে বরখাস্ত এবং দু’জনের ছাত্রত্ব বাতিলসহ পাঁচ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে।

গতকাল বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২ ডিসেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৫৪৪তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন রাবি উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক অনীক কৃষ্ণ কর্মকারকে তিন বছরের জন্য বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি তাকে আগামী ১০ বছর পরীক্ষা সংক্রান্ত সব কার্যক্রম থেকে বিরত রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া পরিসংখ্যান বিভাগের অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার ও ফাইন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ হেদায়েত উল্লাহকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

পাঁচ শিক্ষার্থীর মধ্যে দু’জনের ছাত্রত্ব বাতিল, একজনকে স্থায়ী বহিষ্কার ও দুই শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। সিন্ডিকেট সভার তারিখ থেকে এসব সিদ্ধান্ত কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।