বাসস
  ০৪ ডিসেম্বর ২০২৫, ০০:১৩

খুলনা-১ আসনে কৃষ্ণ নন্দীকে মনোনয়ন দিল জামায়াত

খুলনা, ৩ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জামায়াতে ইসলামী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে কৃষ্ণ নন্দীকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। তিনি ডুমুরিয়া উপজেলা জামায়াতের হিন্দু কমিটির সভাপতি।

জামায়াতের রাজনৈতিক ইতিহাসে এই প্রথমবারের মত একজন হিন্দু প্রার্থীকে জাতীয় নির্বাচনে মনোনায়ন দেওয়া হল।

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান গত ১ ডিসেম্বর খুলনায় আটদলীয় বিভাগীয় সমাবেশে কৃষ্ণ নন্দীকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত জানান।

বুধবার দুপুরে স্থানীয় নেতাদের সভায় বিষয়টি পর্যালোচনা করে সর্বসম্মতিক্রমে অনুমোদন দেওয়া হয়। সন্ধ্যায় সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন খুলনা জেলা জামায়াতের আমির মাওলানা ইমরান হোসেন।

আনুষ্ঠানিকভাবে দল থেকে মনোনীত হয়েছেন বলে জানিয়েছেন কৃষ্ণ নন্দী নিজেও। তিনি বলেন, দলের আমির গত ১ ডিসেম্বর আমার মনোনয়ন ঘোষণা করেন, বুধবার স্থানীয় বোর্ড তা চূড়ান্ত করেছে। আমি শিগগিরই প্রচার শুরু করব।

এর আগে খুলনা-১ আসনের প্রার্থী হিসেবে মাওলানা আবু ইউসুফের নাম ঘোষণা করে জামায়াতে ইসলামী।

মাওলানা আবু ইউসুফ জানান, দলীয় সিদ্ধান্ত মেনে ইতোমধ্যেই নন্দীর পক্ষে নির্বাচনী প্রচার শুরু করেছেন।

গত ৯ ফেব্রুয়ারি খুলনার ছয়টি আসনে প্রার্থী ঘোষণা করে জামায়াত। এর মধ্যে শুধু খুলনা-১ আসনেই প্রার্থী পরিবর্তনের ঘোষণা দিল দলটি।