বাসস
  ২৮ নভেম্বর ২০২৫, ২০:১৮

চাঁদপুরে ঝুলন্ত সেতু প্রকল্প পরিদর্শন দক্ষিণ কোরীয় প্রতিনিধি দলের 

ছবি : বাসস

চাঁদপুর, ২৮ নভেম্বর, ২০২৫(বাসস) : দীর্ঘ প্রতীক্ষিত চাঁদপুর-মুন্সিগঞ্জ জেলার সংযোগকারী মতলব-গজারিয়া ঝুলন্ত সেতু প্রকল্পের বাস্তবায়ন অবশেষে এগিয়ে যাচ্ছে।

এটি দেশের একমাত্র দীর্ঘ ঝুলন্ত সেতু হিসেবে নির্মিত হবে।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ইতোমধ্যে প্রকল্পটির অনুমোদন দিয়েছে। অর্থায়নকারী দক্ষিণ কোরীয় কোম্পানির একটি প্রতিনিধি দল আজ প্রকল্প এলাকা পরিদর্শন করে।

প্রতিনিধি দলটি হেলিকপ্টারে পুরো প্রকল্প এলাকা পর্যবেক্ষণ করে কারিগরি ও ভৌত কাঠামো পরিদর্শন করে।

দক্ষিণ কোরীয় প্রতিনিধিদের মধ্যে ছিলেন বিয়ন, পার্ক, শিন এবং তাঁদের সহকারী দোভাষী মো. বাবলু ভূঁইয়া।

চাঁদপুর-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. জালাল উদ্দিন এসময় কোরীয় প্রতিনিধিদলের সঙ্গে ছিলেন।

পরিদর্শন শেষে ব্রিফিংয়ে ড. জালাল উদ্দিন বলেন, তিনি দীর্ঘ ২৭ বছর ধরে এ সেতু বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছেন। আরও অনেকে এ প্রকল্পের জন্য কাজ করেছেন। তিনি এটিকে দেশের সবচেয়ে বড় ঝুলন্ত সেতু হিসেবে উল্লেখ করেন।

প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৬,০০০ কোটি টাকা। এর মধ্যে সেতু নির্মাণে ব্যয় হবে ৪,৭৮৩ কোটি টাকা। সেতুটি হবে ১.৮৫ কিলোমিটার দীর্ঘ কেবল-স্টে ভিত্তিক ঝুলন্ত সেতু।

গুরুত্বপূর্ণ বিষয় হলো, দক্ষিণ কোরিয়া পুরো নির্মাণ ব্যয় নামমাত্র সুদে অর্থায়ন করবে। ড. জালাল উদ্দিন আরও জানান, কোরীয় সরকারের এ অর্থায়ন প্রতিশ্রুতি শেষ নয়, ভবিষ্যতে তারা আরও অনেক প্রকল্পে অর্থায়ন করবে।

তিনি বলেন, প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত হলে আগামী নির্বাচনের পর দলীয় সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে কাজ শুরু হবে।

অর্থায়নকারী কোরীয় কোম্পানির প্রতিনিধি বিয়ন প্রকল্পে তাঁদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, এ সেতুটি এই অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ‘আমরা সরকারের সঙ্গে এর বাস্তবায়নে কাজ করছি।’ 

পরিদর্শনকালে স্থানীয় রাজনৈতিক নেতাদের মধ্যে আরো বক্তব্য রাখেন, ড. আনিসুল আউয়াল, অধ্যাপক ড. শামীম আহমেদ, ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু এবং আজহারুল হক মুকুল।