বাসস
  ২৮ নভেম্বর ২০২৫, ২০:২৭

ফরিদপুরে নারীদের স্বাবলম্বী করতে বিনামূল্যে প্রশিক্ষণ 

ফরিদপুরে নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে বিনামূল্যে সেলাই ও এম্ব্রডারী প্রশিক্ষণ কর্মসূচি শুরু। ছবি: বাসস

ফরিদপুর, ২৮ নভেম্বর ২০২৫ (বাসস): জেলায় আজ নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে বিনামূল্যে সেলাই ও এম্ব্রডারী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। 

আজ শুক্রবার বিকাল ৪ টার দিকে শহরতলীর বায়তুল আমান এলাকায় ‘শায়লা কামাল মহিলা প্রশিক্ষণ কেন্দ্র’ আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ফরিদপুর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ।

এ সময় জিয়া মঞ্চ,ফরিদপুর জেলা কমিটির আহবায়ক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সংগঠনের সদস্য সচিব এ বি সিদ্দিক অপু, মহানগর জিয়া মঞ্চ-এর আহবায়ক মো. কাইয়ুম মিয়া ও সদস্য সচিব এনামুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিন পাঁচজন নারীকে প্রশিক্ষণের মাধ্যমে যাত্রা শুরু হয়। এসময় জিয়া মঞ্চ ফরিদপুর শাখার পক্ষ থেকে ৫টি সেলাই মেশিন প্রদান করা হয়।

উদ্বোধনকালে চৌধুরী নায়াব ইফসুফ জানান, পর্যায়ক্রমে প্রশিক্ষণার্থীর সংখ্যা বাড়ানো হবে। নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে এই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধণ করা হয়েছে। এখানে সেলাই প্রশিক্ষণের পাশাপাশি বাটিক, হাতের কাজ এবং বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।