শিরোনাম

ফেনী, ২৮ নভেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নিজ জেলা ফেনীর প্রতিটি মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বাদ জুমা জেলার প্রতিটি মসজিদে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মুসল্লীরা দোয়ায় অংশ নেন।
জেলার দাগনভূঞা উপজেলার আলাইয়ারপুর জামে মসজিদে দোয়ায় অংশগ্রহণ করেন বিএনপির ভাইস-চেয়ারম্যান ও ফেনী-৩ আসনে ধানের শীষের প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু। এসময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী ও দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনসহ দলের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মুসল্লিগণ অংশগ্রহণ করেন।
এসময় আব্দুল আউয়াল মিন্টু মসজিদের মুসল্লিদের কাছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করেন।
এছাড়া জেলা শহরের ফেনী বড় জামে মসজিদে দোয়ায় অংশ নেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার ও পাগলা মিয়া তাকিয়া জামে মসজিদে দোয়ায় অংশ নেন জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল।
আলাল উদ্দিন আলাল জানান, বেগম খালেদা জিয়ার নিজ জেলা ফেনীতে তার সুস্থতা কামনায় দোয়ার আয়োজন করা হয়। জেলা ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ মসজিদে মসজিদে দোয়ায় অংশ নেন।