বাসস
  ২৮ নভেম্বর ২০২৫, ২০:১৪

সুনামগঞ্জে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ 

সুনামগঞ্জের তাহিরপুরে আজ বিএনপি’র লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত। ছবি: বাসস

সুনামগঞ্জ, ২৮ নভেম্বর, ২০২৫ (বাসস): জেলার তাহিরপুর উপজেলায় আজ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বিকাল ৩ টায় তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক আনিসুল হক।

তাহিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব নজরুল ইসলামের সভাপতিত্বে এ কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবুল কালাম, উপজেলা বিএনপির সদস্য রাকাব উদ্দিন, তাহিরপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আবু সায়েম প্রমুখ।

উপজেলা বিএনপি আয়োজিত এ গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভায় দলীয় নেতা-কর্মিরা অংশগ্রহন করেন। 

পরে, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য মোনাজাত করা হয়।