বাসস
  ২৮ নভেম্বর ২০২৫, ১৯:২৬

বুড়িমারী স্থলবন্দরে এসেছে ভুটানে পণ্য পরিবহনের প্রথম পরীক্ষামূলক ট্রাক

ছবি : বাসস

লালমনিরহাট, ২৮ নভেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে ভুটানে পণ্য পরিবহনের প্রথম পরীক্ষামূলক কার্যক্রম বা ‘ট্রায়াল রান’ এর অংশ হিসেবে ভুটানে প্রবেশের জন্য প্রথম পণ্যবাহী ট্রাক লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে এসে পৌঁছেছে।

আজ শুক্রবার ভোর ৪টায় চট্টগ্রাম থেকে ভুটান সরকার কর্তৃক থাইল্যান্ড থেকে আনা প্রায় ৭ টন প্রসাধনী ও খাদ্যপণ্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তত্ত্বাবধানে নিয়ে আসা হয়।

বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষ থেকে জানা গেছে, শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকা সত্ত্বেও ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। তবে আজকে কোনো পারমিট না পাওয়ায় আগামীকাল ২৯ নভেম্বর শনিবার ইমিগ্রেশন সম্পন্ন করে পণ্য ভুটানের উদ্দেশ্যে পাঠানো সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে।

বুড়িমারী স্থলবন্দরের ব্যবসায়ীরা জানান, বাংলাদেশ-ভুটান সুসম্পর্ক হলে বাংলাদেশের উন্নয়ন ঘটবে। পাশাপাশি বুড়িমারী স্থলবন্দর আরও গতিশীল হবে। এতে সব পেশার মানুষের কর্মসংস্থানও বৃদ্ধি পাবে।

বুড়িমারী স্থলবন্দরের সিএন্ডএফ ব্যবসায়ী ইবনে সুমন জানান, বাংলাদেশ-ভুটান বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি পেলে স্থলবন্দরের কর্মসংস্থান বাড়বে। ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে।