শিরোনাম

চুয়াডাঙ্গা, ২৮ নভেম্বর ২০২৫ (বাসস) : জেলার দামুড়হুদা উপজেলায় আজ বিএনপি’র নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকাল ৫ টায় উপজেলার চিৎলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত এ নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জেলা বিএনপি’র সভাপতি ও বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু।
চিৎলা ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল খালেক-এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তনু, যুগ্ম-সাধারণ সম্পাদক মন্টু মিয়া প্রমুখ।
পরে ধানের শীষের প্রার্থী মাহমুদ হাসান খান বাবু উপজেলার হাথিভাঙ্গা, মুক্তারপুরসহ একাধিকস্থানে পথসভায় বক্তব্য রাখেন।