শিরোনাম

সিলেট, ২৮ নভেম্বর, ২০২৫ (বাসস) : নগরীর এয়ারপোর্ট থানা এলাকার ইলাশ কান্দিতে শাহ মাহমুদ হাসান তপু (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ তিন ব্যক্তিকে আজ শুক্রবার আটক করেছে পুলিশ।
আটককৃতরা হচ্ছে মো. জাহিদ হাসান, পিতা- শফিকুল ইসলাম, সাং- বীরআহম্মদপুর, থানা-গৌরীপুর, জেলা- ময়মনসিংহ, বর্তমান সাং- খাসদবীর, থানা- এয়ারপোর্ট, জেলা- সিলেট, মো. অনিক মিয়া, পিতা- আব্দুল মনির, সাং- ভাটিপাড়া, থানা- দিরাই, জেলা- সুনামগঞ্জ, বর্তমান সাং -লোহারপাড়া, থানা- কোতোয়ালী, জেলা- সিলেট এবং মো. জুনায়েদ আহমদ, পিতা- মো. বশিরুল ইসলাম, সাং- ভাটিপাড়ার, থানা- দিরাই, জেলা- সুনামগঞ্জ, বর্তমান সাং- লোহারপারা, থানা- কোতোয়ালী, জেলা- সিলেট।
সিলেট মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এয়ারপোর্ট থানার ইলাশ কান্দি এলাকায় কিশোরদের দুই গ্রুপের মধ্যে পূর্ব বিরোধের জের ধরে বাকবিতণ্ডার এক পর্যায়ে একটি গ্রুপ অপর গ্রুপের শাহ মাহমুদ হাসান তপু’কে মারাত্মকভাবে আহত করে। আহতাবস্থায় তাকে আত্মীয়-স্বজনরা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে আজ (২৮ নভেম্বর) সকাল ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত তপু এয়ারপোর্ট থানাধীন ইলাশকান্দি এলাকার শাহ এনামুল হকের পুত্র।
পুলিশ সূত্র জানায়, ভিকটিমের লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এখনো কেউ অভিযোগ দায়ের করেনি। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।