বাসস
  ২৮ নভেম্বর ২০২৫, ১৮:৩৬

সিলেট-ঢাকা-সিলেট রুটে বিমানের ভাড়া পুনর্নির্ধারণ

ছবি : সংগৃহীত

সিলেট, ২৮ নভেম্বর, ২০২৫ (বাসস) : সিলেট-ঢাকা-সিলেট রুটে যাত্রীসেবা উন্নয়ন এবং বাজার পরিস্থিতি বিবেচনায় বিমানের ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে।

সিলেট জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ প্রদত্ত তথ্য অনুযায়ী নতুন ভাড়া কাঠামোতে সিলেট-ঢাকা রুটে সর্বনিম্ন ভাড়া ২ হাজার ২৪ টাকা এবং ট্যাক্সসহ ভাড়া ৩ হাজার ১৯৯ টাকা। একই রুটে সর্বোচ্চ ভাড়া ৭ হাজার ২৪ টাকা এবং ট্যাক্সসহ ৮ হাজার ১৯৯ টাকা।