বাসস
  ২৭ নভেম্বর ২০২৫, ২৩:২১

আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু

ফেনী-৩ আসনে ধানের শীষের প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু আজ নির্বাচনী এলাকা ফেনীর দাগনভূঁঞার পথসভায় বক্তব্য রাখেন। ছবি: বাসস

ফেনী, ২৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনে ধানের শীষের প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু বলেছেন,এদেশের মানুষ দীর্ঘদিন পর ভোটাধিকার ফিরে পাচ্ছে। আগামীতে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ধানের শীষ বিপুল ভোটে জয়ী হবে। 

তিনি আজ নির্বাচনী এলাকা ফেনীর দাগনভূঁঞার বিভিন্ন স্থানে পথসভায় বক্তৃতাকালে এসব কথা বলেন।

সিলোনিয়া বাজারের পথসভায় তিনি আরো বলেন,‘আমি এই প্রথমবার নিজের জন্য ভোট চাইতে এসেছি। এর আগে কখনও দলের জন্য, কখনও বাবা এবং ভাইয়ের জন্য ভোট চাইতে এসেছিলাম। তখনও আপনারা আমাকে খালি হাতে ফিরিয়ে দেন নাই।

তিনি উপস্থিত নেতা ও কর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। নির্বাচিত হলে আপনাদের সাথে পরামর্শ করেই এলাকার উন্নয়নে কাজ করার চেষ্টা করব। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর ও গনতান্ত্রিক সরকার গঠন হবে। 

এর আগে দলীয় নেতা কর্মীরা বিরাট গাড়ি বহর নিয়ে তাকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এর ফতেহপুর রেলগেট সংলগ্ন স্টারলাইন ফিলিং স্টেশনে বিপুলভাবে অভ্যর্থনা জানান । 
পরে তিনি বেকের বাজার, দাগনভূঁঞা ও তুলাতুলিতে পথসভায় বক্তব্য রাখেন।

ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক দিদারুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী,দাগনভূঞা উপজেলা বিএনপির আহবায়ক মো: আকবর হোসেন, জেলা যুবদলের আহবায়ক নাসির উদ্দিন খন্দকার ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল।