বাসস
  ২৭ নভেম্বর ২০২৫, ২০:২৫

গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

গোপালগঞ্জ, ২৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লিটন বালা (২৪) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের দেওপুরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। লিটন বালা ওই গ্রামের সুধীর বালার ছেলে।

কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, লিটন বালা জমিতে পানি সেচ দেওয়ার জন্য বৈদ্যুতিক মোটর স্থাপন করছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে ছিটকে পড়েন। আশপাশের লোকজন ছুটে এসে লিটনকে উদ্ধার করে কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের এই কর্মকর্তা জানান, নিহতের পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।