শিরোনাম

রাজশাহী, ২৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : পাঁচ দফা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন আট-দলীয় জোট আগামী রোববার রাজশাহীতে বিভাগীয় সমাবেশ করবে।
ঐতিহাসিক মাদ্রাসা মাঠে দুপুর ২টায় সমাবেশ শুরু হবে।
আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে দলীয় নেতারা এ তথ্য জানান।
রাজশাহী মহানগর জামায়াতে ইসলামী’র সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল সংবাদ সম্মেলনে বলেন, রাজশাহী বিভাগের আটটি জেলা থেকে প্রায় আড়াই লাখ নেতা-কর্মী সমাবেশে যোগ দেবে বলে আশা করা হচ্ছে।
তিনি আরও জানান, অংশগ্রহণকারী দলগুলো হলো—জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নিজামে ইসলাম পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি।