বাসস
  ২৭ নভেম্বর ২০২৫, ১৭:৩৪

পিরোজপুরে দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

আজ পিরোজপুরে দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ। ছবি : বাসস

‎‎পিরোজপুর, ২৭ নভেম্বর, ২০২৫ (বাসস): জেলায় দুস্থ শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর চুঙ্গাপাশা নেছারিয়া আলিম মাদ্রাসা মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ’র পক্ষ থেকে এই মানবিক সহায়তা প্রদান করেন, ঢাকা মহানগর দক্ষিণ বিজেপির সদস্য সচিব মো.হাফিজুল ইসলাম রানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, চুঙ্গাপাশা নেছারিয়া আলিম মাদ্রাসার সভাপতি এইচ এম ইলিয়াছ। এছাড়া উপস্থিত ছিলেন মাদ্রাসার সহকারী অধ্যাপক নির্মল কুমার বেপারী।এ সময় হাফিজুল ইসলাম রানা জানান, শীতের শুরুতেই অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।