বাসস
  ২৭ নভেম্বর ২০২৫, ১৬:৪৫

লালমনিরহাটে সীমান্ত সুরক্ষা জোরদারে নতুন বিওপি ক্যাম্প

ছবি : বাসস।

লালমনিরহাট, ২৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : সীমান্তে নজরদারি বৃদ্ধি, চোরাচালান রোধ ও নিরাপত্তা ব্যবস্থা আরও সুদৃঢ় করতে লালমনিরহাটে চতুরবাড়ী বিওপি’র উদ্বোধন করা হয়েছে। 

পাটগ্রাম উপজেলার জোংরা ইউনিয়নের তিস্তা ব্যাটালিয়ন এর অধীনে নতুন বিওপি উদ্বোধন করা হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে রংপুর তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর আওতাধীন এ বিওপির উদ্বোধন করেন উত্তর পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের। 

এ সময় তিনি বলেন, বিজিবি আস্থা ও নিরাপত্তার প্রতীক। এরই ধারাবাহিকতায় মাদক, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশসহ সীমান্তের সকল অপরাধ রোধে আগের মতোই কাজ চালিয়ে যাবে বিজিবি। তবে সীমান্তে গুজব ও অপপ্রচার রোধে সাংবাদিকদের  সহযোগিতা কামনা করেন এ বিজিবি কর্মকর্তা।  

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৬১ বিজিবির তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মো. মুসাহিদ মাসুম।