শিরোনাম

খুলনা, ২৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : জেলার রূপসায় প্রবাসী সোহেল হাওলাদার হত্যার আসামি আসাদুল খাঁকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল বুধবার রাতে উপজেলার নৈহাটী ইউনিয়নের রামনগর এলাকা থেকে রূপসা থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়নের রামনগর এলাকায় গত ৬ নভেম্বর সোহেলকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
ঘটনার পর নিহতের মা নুরজাহান বেগম বাদী হয়ে রূপসা থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এস আই আশরাফ ঘটনার ২০ দিন পর হত্যার সঙ্গে জড়িত থাকার ঘটনায় ওই এলাকার সিদ্দিক খাঁ'র ছেলে মাদক ব্যবসায়ী আসাদুল খাঁকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মামলার আইও, এস আই আশরাফুল আলম বলেন, আদালতে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আসামি ১৬৪ ধারা জবানবন্দি প্রদান করে। পরে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।