বাসস
  ২৭ নভেম্বর ২০২৫, ১৫:৪৫

গ্লোবাল সোর্সিং এক্সপো শুরু ১ ডিসেম্বর

ঢাকা, ২৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : আগামী ১ থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত পূর্বাচলের বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ‘গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৫’ আয়োজন করা হবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এই আয়োজন করছে।

গ্লোবাল সোর্সিং এক্সপোর মূল লক্ষ্য হলো— বৈশ্বিক ক্রেতা, বিনিয়োগকারী, বিদেশি কোম্পানি এবং দেশের ব্যবসায়ীদের একত্রিত করে শিল্পখাতের সংশ্লিষ্ট পক্ষদের জন্য একটি বড় প্ল্যাটফর্ম তৈরি করা।

বাংলাদেশি উদ্যোক্তা ও রপ্তানিকারকরা প্রধান প্রদর্শক হিসেবে অংশ নেবেন, যার মাধ্যমে তারা আন্তর্জাতিক ক্রেতা ও সোর্সিং অংশীজনদের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবেন।

ইপিবি’র ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ আজ বৃহস্পতিবার রাজধানীর টিসিবি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

হাসান আরিফ বলেন, এক্সপোটি রপ্তানির পরিমাণ বৃদ্ধি এবং বৈশ্বিক বাজারে নতুন সুযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরো বলেন, এ আয়োজন পণ্য বৈচিত্র্যকরণ এবং বাংলাদেশি পণ্যের রপ্তানি গন্তব্য সম্প্রসারণে উল্লেখযোগ্য অবদান রাখবে।

এক্সপোতে অর্থনীতির আটটি প্রধান খাতকে গুরুত্ব দেওয়া হবে। সেগুলো হলো— তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, কৃষি ও কৃষি প্রক্রিয়াজাতকরণ, ওষুধ শিল্প, আইটি ও আইটিইএস, হোম ডেকর ও ফার্নিচার এবং প্লাস্টিক ও রান্নাঘরের পণ্য।

গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৫-এ থাকবে প্রদর্শনী স্টল, বিটুবি মিলনমেলা, নেটওয়ার্কিং সেশন, সেমিনার এবং একটি বিশেষ ফ্যাশন শো।

উদ্বোধনী অনুষ্ঠান আগামী সোমবার পূর্বাচলের বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রের (বিগ ওয়েভ) হলে আয়োজন করা হবে।

এতে বাণিজ্য, বস্ত্র ও পাট এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

এছাড়া শিল্প, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এবং প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করবেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে এফবিসিসিআই-এর প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আবদুর রউফ খান এবং এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি)-এর সভাপতি মোহাম্মদ হাতেম।