বাসস
  ২৭ নভেম্বর ২০২৫, ১৪:১১

কাপ্তাইয়ে নারী সমাবেশ অনুষ্ঠিত

ছবি: বাসস

রাঙ্গামাটি, ২৭ নভেম্বর, ২০২৫ (বাসস): জেলার কাপ্তাইয়ে তথ্য অফিসের আয়োজনে  নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রেশমবাগান তনচংগ্যা পাড়া বারঘোনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয় ।

গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কার্যক্রমের অংশ হিসাবে তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ে তুলতে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে এই সমাবেশ হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রুহুল আমিন।

কাপ্তাই সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে নারী সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. এনামুল হক হাজারী, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ ঘোষ, কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, বারঘোনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নীহার রঞ্জন তনচংগ্যা, প্রধান শিক্ষক সুচন্দা প্রভা তঞ্চঙ্গ্যা প্রমুখ।

সমাবেশে স্থানীয় ৫০ জন নারী অংশ নেন। সমাবেশের আগে তথ্য অফিসের উদ্যোগে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শন করা হয়।