বাসস
  ২৬ নভেম্বর ২০২৫, ১৪:০১

বরিশালে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন বিএনপি মনোনীত প্রার্থী রাজিব আহসান

বরিশাল-৪ আসনের প্রার্থী রাজিব আহসান হিজলার কাসিমুল উলুম ইসলামিয়া মাদ্রাসা মাঠে এক মতবিনিময় সভা করেন। ছবি: বাসস

বরিশাল, ২৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : জাতীয় সংসদ নির্বাচনে ‎বিএনপি ক্ষমতায় গেলে হিজলা উপজেলায় পৌরসভা করার প্রতিশ্রুতি দিয়েছেন বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের প্রার্থী রাজিব আহসান।

উপজেলার অন্যতম প্রধান সমস্যা নদী ভাঙ্গন রোধে সর্বোচ্চ গুরুত্ব দেবেন বলেও স্থানীয় বাসিন্দা ও নেতাকর্মীদের আশ্বস্ত করেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির এ সাধারণ সম্পাদক।

আজ বুধবার সকাল ১১ টায় হিজলা উপজেলার গুয়াবাড়ীয়া ইউনিয়নের মৌলভীবাজারের কাসিমুল উলুম ইসলামিয়া মাদ্রাসা মাঠে এক মতবিনিময় সভায় তিনি এসব আশ্বাস।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিব দেওয়ান মুনির, যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন খোকনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মনোনয়ন ঘোষণার পরপরই তার নির্বাচনী আসন হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলায় ব্যাপক জনসংযোগ করছেন রাজিব আহসান। এর আগে এই দুই উপজেলার শিক্ষক, নারী সমাজ, স্থানীয় ব্যবসায়ী ও ইমাম মোয়াজ্জিন এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষদের নিয়ে মতবিনিময় করেন তিনি।

নির্বাচন সামনে রেখে মানষের দ্বারে দ্বারে গিয়ে খোঁজ খবর নিচ্ছেন রাজীব আহসান। এলাকার নানা সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছেন।