বাসস
  ২৬ নভেম্বর ২০২৫, ১৩:৩৪

লালমনিরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

লালমনিরহাটে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। ছবি: বাসস

লালমনিরহাট, ২৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : লালমনিরহাটে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। ‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি; প্রাণিসম্পদের হবে উন্নতি’ স্লোগানে দিবসটির কার্যক্রম শুরু হয়।

এ উপলক্ষে আজ বুধবার লালমনিরহাট কালেক্টরেট মাঠ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে ফিতা কেটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক এইচএম রকিব হায়দার। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার তরিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. শায়খুল আরিফিন, জেলা সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. বেলাল হোসেনসহ কর্মকর্তা ও খামারিরা। 

সপ্তাহব্যাপী প্রদর্শনীতে স্থানীয় খামারিদের সমন্বয়ে ৩০টি স্টল অংশ নেয়।