বাসস
  ২৫ নভেম্বর ২০২৫, ১২:২৯

কুয়াকাটার নিম্ন আয়ের মানুষের জন্য যুবদলের ফ্রি মেডিক্যাল ক্যাম্প 

পটুয়াখালীর কুয়াকাটার অরকা পল্লিতে পৌর যুবদলের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত।  ছবি: বাসস

পটুয়াখালী, ২৫ নভেম্বর, ২০২৫ (বাসস) : জেলার কুয়াকাটা পৌরসভার ১ নং ওয়ার্ডের অরকা পল্লিতে পৌর যুবদলের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। এতে পাঁচ শতাধিক মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়।  

আজ সকাল ১০টায় এ স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করা হয়। কুয়াকাটার নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্যসেবা সহজ করতে এ ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা জানান। বিনামূল্যে এ ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিতে স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া দেখা যায়।

কুয়াকাটা পৌর যুবদলের সভাপতি সৈয়দ মোহাম্মদ ফারুক অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ এবিএম মোশাররফ হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আলহাজ আব্দুল আজিজ মুসুল্লি, কলাপাড়া উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাফরুজ্জামান খোকন, মহিপুর থানা বিএনপির সভাপতি আব্দুল জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, লতাচাপলী ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন মুসুল্লি সুলতান এবং কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান। অন্যান্যের মধ্যে কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার উপস্থিত ছিলেন।

যুবদল সভাপতি সৈয়দ মোহাম্মদ ফারুক বলেন, জনগণের কল্যাণে কাজ করাই যুবদলের রাজনীতি। স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। নিম্ন আয়ের মানুষের সেই অধিকার নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও যুবদলের মানবসেবামূলক স্বাস্থ্য কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রধান অতিথি আলহাজ এবিএম মোশাররফ হোসেন বলেন, সংকটময় সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। যুবদলের এ কার্যক্রম মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত।

দিনব্যাপী ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকরা ডায়াবেটিস, রক্তচাপ, সর্দিজ্বর, চর্মরোগসহ বিভিন্ন রোগ নির্ণয় করে চিকিৎসা ও পরামর্শ দেন। পরে পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন।