শিরোনাম

রাজশাহী, ২৫ নভেম্বর ২০২৫ (বাসস) : মহানগরীতে ৩ মাসের সাজাপ্রাপ্ত ও ২ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৫।
গ্রেফতারকৃত আসামি লালমনিরহাট সদর উপজেলার নর্থবেঙ্গলপাড়া গ্রামের কাশেম আলির পুত্র রফিকুল ইসলাম রাজা (৪১)।
গতকাল সোমবার (২৪ নভেম্বর) বিকেলে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাথীন কয়েরদাড়া বিলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আজ মঙ্গলবার সকালে র্যাব-৫ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহী সদর কোম্পানির একটি অপারেশন দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, সাজাপ্রাপ্ত এবং অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রফিকুল নগরীর বোয়ালিয়া থানাধীন কয়েরদাড়া বিলপাড়া এলাকায় অবস্থান করছে। খবর পেয়ে র্যাবের ওই দলটি বিলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আসামিকে রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।