শিরোনাম

চুয়াডাঙ্গা, ২৫ নভেম্বর ২০২৫ (বাসস): জেলার দামুড়হুদা উপজেলার কাদিপুর গ্রামে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে দুই তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গতকাল (২৪ নভেম্বর) বেলা ২টার দিকে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি গাছের সাথে সজোরে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, লোকনাথপুর পশ্চিমপাড়ার এনামুলের পুত্র সেলিম (২০) এবং তারিফের পুত্র তানজিল (২১)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, তানজিল ও সেলিম মোটরসাইকেল যোগে সুবলপুর গ্রাম থেকে নিজ বাড়ি লোকনাথপুর ফিরছিলেন। পথিমধ্যে কাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিকট পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সেলিমের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম তানজিলকে উদ্ধার করে হাসপাতালে নেয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তানজিল মারা যান। তারা দুজনেই কৃষি কাজ করতেন।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ূন কবির বলেন, সংবাদ পাওয়ার পর দামুড়হুদা মডেল থানার পুলিশ ঘটনাস্থল পৌঁছায়। আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।