বাসস
  ২৪ নভেম্বর ২০২৫, ২১:০৪

ফেনীতে বন্দিদশা থেকে মুক্ত শতাধিক পাখি

ছবি: বাসস

ফেনী, ২৪ নভেম্বর ২০২৫ (বাসস): জেলার পরশুরাম উপজেলায় আজ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -এর তৎপরতায় বন্দিদশা থেকে মুক্তি পেয়েছে শতাধিক পাখি। 

আজ সোমবার সকালে পরশুরাম উপজেলায় ভারতীয় সীমান্তবর্তী দক্ষিণ গুথুমা এলাকায় শিকার করা শতাধিক শালিক পাখি অবমুক্ত করেন বিজিবির ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) সদস্যরা। 

বিজিবি সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বিজিবি’র একটি দল টহলকালে শতাধিক শালিক পাখি খাঁচা বন্দী অবস্থায় উদ্ধার করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে একজন অজ্ঞাত ব্যক্তি বাঁশের ঝুড়ি ফেলে পালিয়ে যায়। বিজিবি’র টহলদল দেরি না করে দ্রুত খাঁচায় বন্দী শালিক পাখিগুলোকে খোলা আকাশে ছেড়ে দেন।

বিজিবি’র ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।