শিরোনাম

লালমনিরহাট, ২৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : জেলার আদিতমারী ও হাতীবান্ধা উপজেলার সীমান্ত এলাকায় দুইদিনে চোরাচালান ও মাদকবিরোধী পাঁচটি পৃথক অভিযানে ভারতীয় গরু, নিষিদ্ধ মাদকদ্রব্য সহ বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ সোমবার বিকেলে বিজিবি’র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার দিবাগত রাতে আদিতমারী উপজেলার মোগলহাট বিওপি-সংশ্লিষ্ট কুমারটারী এলাকা থেকে ৮টি ভারতীয় গরু জব্দ করে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)।
একই এলাকায় আরও দু’টি পৃথক অভিযানে ভারতীয় ইস্কাফ সিরাপ ৭০ বোতল এবং ১৫ কেজি গাঁজা জব্দ করা হয়।
অন্যদিকে, সোমবার সকালে হাতীবান্ধা উপজেলার ঝাউরানী বিওপি’র আওতাধীন এলাকা থেকে ভারতীয় ফেন্সিডিল ৬৭ বোতল ও ইস্কাফ সিরাপ ৯৯ বোতল জব্দ করা হয়। এর আগে একটি ভারতীয় গরু আটক করা হয়। বিজিবি’র লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) সূত্রে জানা যায়, জব্দকৃত ৯টি ভারতীয় গরু সহ বিভিন্ন মালামালের বাজারমূল্য আনুমানিক প্রায় সাতলাখ ৯১ হাজার নয়শ’ টাকা।
বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, এসব ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।