বাসস
  ২৪ নভেম্বর ২০২৫, ১৮:৪৩

চট্টগ্রামে ৪০ কেজি গাঁজাসহ ২ নারী গ্রেফতার

চট্টগ্রাম, ২৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : জেলার কর্ণফুলীতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৪০ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব-৭। এ ঘটনায় দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। 

গ্রেফতারকৃত দুই নারী হলো- ছেনোয়ারা বেগম (৪০) ও দিলদার বেগম (৩৫)। উভয়ের বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলার ছোট হাবিলপাড়ায়।

সোমবার (২৪ নভেম্বর) র‌্যাব গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, রোববার কর্ণফুলী থানা এলাকায় অভিযানটি পরিচালিত হয়।
র‌্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে চট্টগ্রাম কমিউনিটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সামনে মাদক ক্রয়-বিক্রির প্রস্তুতি নিচ্ছে একটি চক্র। তথ্যের ভিত্তিতে একটি আভিযানিক দল সেখানে পৌঁছালে দুই নারী পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে তাদের আটক করা হয়।

তাদের বহন করা একটি ট্রলি ব্যাগসহ মোট চারটি ব্যাগ তল্লাশি করে সুকৌশলে লুকানো ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র‌্যাব সূত্র জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।